fungidal hc cream এর উপকারিতা - ফানজিডাল এইচ সি ক্রিম কিসের ঔষধ
প্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পোষ্টে আমরা গুরুত্বপূর্ণ ও জরুরি ক্রিম সম্পর্কে আলোচনা করব সেটি হল Fungidal-HC ক্রিম। আপনি কি প্রতিনিয়ত চুলকানিজনিত সমস্যায় ভুগছেন? তাহলে আপনি এখন সঠিক স্থানেই এসেছেন। কেননা আজকের পোষ্টে আমরা চুলকানির সমস্যা থেকে রেহায় পাওয়ার উপকারি ফানজিডাল এইচ সি ক্রিম সম্পর্কে বিভিন্ন যাবতীয় তথ্য সাজানোর চেষ্টা করেছি।আপনি যদি আমাদের শেষ পর্যন্ত থাকেন তাহলে fungidal hc cream এর উপকারিতা এইটা জেনে নেওয়ার পাশাপাশি ফানজিডাল এইচ সি ক্রিম কিসের ঔষধ, এই ক্রিমের কাজ কি, ব্যবহারের নিয়ম, উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া, দাম ইত্যাদি সহ এই ক্রিমের আরও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি একবারের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকাড়ে পড়তে থাকুন।
ভূমিকা - fungidal hc cream
বর্তমানে fungidal-hc ক্রিমটি এলার্জির জন্য বহুল ব্যবহৃত একটি ক্রিম। আমাদের মাঝে হয়তো এমন অনেকেই আছেন যারা দৈনন্দিন জীবনে এই ক্রিম ব্যবহার করে থাকেন। তবে আজকে এই fungidal-hc ক্রিম নিয়ে আলোচনা শুরু করার আগে আমাদের সকলেকেই একটি বিষয়ে সচেতন থাকতে হবে।
আরো পড়ুন : ইনস্পার্ম ট্যাবলেট এর কাজ কি
সেটা হচ্ছে শুধু এই ক্রিমের ক্ষেত্রে নয় বরং যেকোন ধরণের ক্রিম ব্যবহারের আগে আমরা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব তার তার দেওয়া কাংখিত পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। কেননা নিয়ম অনুযায়ী ব্যবহার না করলে দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
Fungidal-HC ক্রিম মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম মাইকোনাজোল নাইট্রেট + হাইড্রোকরটিসন (Miconazole nitrate + hydrocortisone)। অনেকেই এই ফানজিডাল এইচ সি ক্রিম সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন।
তাই আজকের পোষ্টের মাধ্যমে এই ক্রিম সম্পর্কে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো জেনে আপনারা উপকৃত হতে পারবেন বলে আশাবাদী। তাহলে চলুন, আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে fungidal-hc ক্রিম কিসের ঔষধ সেই সম্পর্কে জেনে নিব।
ফানজিডাল এইচ সি ক্রিম কিসের ঔষধ
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ফানজিডাল এইচ সি ক্রিম কিসের ওষুধ তাই আমরা পোষ্টের শুরুতেই এই বিষয়ে তুলে ধরেছি। ফানজিডাল ক্রিম এইচ সি (Fungidal Cream) দুই উরুর মাঝখানের চেঁচানো সংক্রমণ এবং সেই স্থানের অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই ক্রিমটি সকল প্রকার এলার্জিজনিত সমস্যা যেমন-
- দাদের চুলকানি
- কানের বাহিরে চুলকানি প্রদাহ
- নাকের ইনফেকশন
- রানের চুলকানি
সাধারণত উপরোক্ত সংক্রমণ নিরাময়ের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার করা হয়। আশা করছি ফানজিডাল এইচ সি ক্রিম কিসের ঔষধ তা জানতে পেরেছেন। চলুন, এই ক্রিম কি কাজ করে তাই জেনে নেই।
ফানজিডাল এইচ সি ক্রিমের কাজ কি
ফানজিডাল ক্রিম সাধারণত দুই ধরনের হয়ে থাকে প্রথমটি হচ্ছে শুধু ফানজিডাল ক্রিম এবং দ্বিতীয়টি হচ্ছে ফানজিডাল এইচ সি ক্রিম। আপনারা হয়তো উপরের অংশ হতে ইতিমধ্যে ফানজিডাল ক্রিম এর কাজ কি সেই বিষয়ে অবগত হতে পেরেছেন। এর পাশাপাশি আমাদের জানতে হবে ফানজিডাল এইচ সি ক্রিমের কাজ কি।
এই ক্রিমের কাজ হচ্ছে কারও যদি ত্বকের কোন স্থানে ক্ষতপ্রাপ্ত হয়, তাহলে ক্ষতিকর জীবাণুগুলোর সংক্রমণ হওয়া থেকে রেহায়পেতে এই পেতে এই ক্রিমটি বেশ উপকারী ভূমিকা পালন করে। যেমন অনেক সময় দেখা যায় আমাদের দেহে হালকা চুলকানি হয় সেখানে আমরা অনেকেই হাতের নখ দিয়ে চুলকানোর ফলে সেই ক্ষত স্থানটি আরো বেশি ছড়িয়ে যায়।
চুলকানির স্থানে যাতে ক্ষতিকর জীবাণুর সংক্রমণ না ঘটে মূলত সেজন্যই এই ক্রিম ব্যবহার করা হয়।
তবে এছাড়াও য়ামাদের দেহের ব্রণ জাতীয় বিভিন্ন চর্মরোগ, প্রাথমিক পর্যায়ের চুলকানি বা এলার্জিজনিত চুলকানি নিরাময় করতে ফানজিডাল এইচ সি ব্যবহার করা হয়।
আরো পড়ুন : অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায়
fungidal hc cream কেন ব্যবহার করা হয়
ফানজিডাল এইচ সি ক্রিমে বিদ্যমান এন্টি ব্যাকটেরিয়াল গুনাগুন রয়েছে কেননা এটি মূলত হাইড্রোকর্টিসোন (hydrocortisone) ও মাইকোনাজল নাইট্রেট (Miconazole nitrate) এর সংমিশ্রণে তৈরি। আরগোষ্টেরোল জৈব সংশ্লেষণের ডিমিথাইলেশনকে বাধা দেয় যার ফলে প্রনাইট্রেট সাইটোক্রোম ৪৫০ এর সাথে উন্মুক্তভাবে ক্রিয়া করে।
অধিক ঘনত্বে এটি মেমব্রেনের ক্ষতিসাধন করে, মাইকোনাজল মেমব্রেন (Miconazole Membrane) লিপিডের সাথে বিক্রিয়া করে এবং কোষের উপাদানগুলোর বাইরে নিয়ে চলে আসে। Fungidal-HC ক্রিমের ইমিউনোসাপ্রেসেন্ট (Immunosuppressant) এবং এন্ট্রি মাইটোটিক কার্যকারিতা রয়েছে। আশা করছি ফানজিডাল এইচ সি ক্রিম কেন ব্যবহার করা হয় তা জানতে পেরেছেন। এবার চলুন, ফানজিডাল এইচ সি ক্রিম এর উপকারিতা জেনে নেই।
fungidal hc cream এর উপকারিতা
Fungidal-HC ক্রিম সাধারনত বিভিন্ন উপকারী দিক নিয়ে তৈরি করা হয়েছে। ফানজিডাল এইচ সি ক্রিমের প্রধান উপকারিতা হল দেহের বিভিন্ন সংক্রমন হাত থেকে রক্ষা পাওয়া। যেমন-
- যারা খেলোয়াড় রয়েছেন তাদের পা বা পায়ের পাতার সংক্রমনের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহারে বেশ উপকার পাওয়া যায়।
- দুই পায়ের মাঝে বা জকে চুলকানি দেখা দিলে এই ক্রিম ক্রিম ব্যবহারে বেশ ভালো উপকার পাওয়া যায়।
- এছাড়াও নিতম্বের মধ্যে ছত্রাকজনিত সংক্রমন হলে এই ক্রিম ব্যবহারে উপকার মেলে।
- উরুর মাঝখানে ছত্রাক সংঘটিত দেখা দিলে এই সংক্রমন নিরাময়ে ফানজিডাল এইচ সি ক্রিম ব্যবহার করলে অনেক ভালো উপকার পাওয়া যায় হয়।
সাধারনত ফানজিডাল এইচ সি ক্রিম ব্যবহারে উপরোক্ত উপকারিতা পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয়। আশা করছি এই ক্রিমের উপয়াক্রিতাগুলো জানতে পেরেছেন। এবার চলুন, ফানজিডাল এইচ সি ক্রিম ব্যবহারের নিয়ম জেনে নেই।
ফানজিডাল এইচ সি ক্রিম ব্যবহারের নিয়ম
প্রতিটা ঔষধ বা ক্রিম ব্যবহারের ক্ষেত্রে সঠিক ব্যবহার বা সঠিক নিয়ম জেনে নেওয়া অতীত জরুরি। কেননা ওষুধ বা ক্রিমের সঠিক উপকারিতা তখনই পাবেন যখন আপনি সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। এই ক্রিম ব্যবহারের সঠিক ও কার্যকরী নিয়ম হচ্ছে আপনার ক্ষতস্থান অনুযায়ী পরিমাণ মতো ক্রিমটি নিয়ে সেই স্থানে আঙ্গুল দিয়ে আলতোভাবে মালিশ করতে হবে যতক্ষণ না মলমটি চামড়ার ভেতরে প্রবেশ করে। ফানজিডাল এইচ সি ক্রিম দিনে অন্তত দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে।
Fungidal-HC ক্রিম ব্যবহারের পাশাপাশি কেউ যদি মুখে খাওয়ার মেডিসিন সেবন করেন তাহলে দ্রুত আরোগ্য লাভ করবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এই ক্রিমটি ব্যবহার করার আগে আপনারা একজন নিবন্ধিত ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন তারপর তার দেওয়া পরামর্শ বা নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন।
আশা করছি fungidal-hc ক্রিম সঠিক ব্যবহারের নিয়ম জানতে পেরেছেন। কিন্তু এই ক্রিম অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করলে কিংবা সঠিক নিয়ম মেনে ব্যবহার না করলে আমাদের শরীরে নানান পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাহলে এবার আসুন, এই ক্রিম ব্যবহারে আমাদের দেহে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফানজিডাল এইচ সি ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া
আপনি যদি এই fangidal cream নিয়ম অনুযায়ী ব্যবহার না করেন অথবা অতিমাত্রায় ব্যবহার করেন, তাহলে আপনার দেহে বেশ কয়েকটি ক্ষতকর প্রভাব দেখা দিতে পারে। কারন প্রতিটা ক্রিমেই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তবে এখানে আমরা আপনাদের জানাবো ফানজিডাল এইচ সি ক্রিমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এই ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো নিম্নে উল্লেখ করা হলো:
ত্বক লাল লাল ভাব হওয়া (Skin Redness): এই ক্রিম ব্যবহারে প্রথম অবস্থায় আপনার ত্বক সামান্য লাল লাল ভাব দেখা দিবে। যেটা পরবর্তীতে অনেক বেশি চুলকানির কারণ হতে পারে।
ক্ষতস্থানে জ্বালাভাব (Application Site Irritation): অনেক সময় ক্ষতস্থানে জ্বালাপোড়া হতে পারে। যা মূলত পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রচিত। তাই এই ক্রিমটি ব্যবহার করার আগে ডাক্তারের কাছে গিয়ে ভালো ভাবে পরামর্শ গ্রহণ করুন। একমাত্র তিনিই ভালোভাবে আপনার ক্ষতস্থান যাচাই-বাচাই করে বলতে পারবেন যে আপনার দেহে কি পরিমান এবং কতক্ষণ ব্যবহার করতে হবে।
আরো পড়ুন : ব্লগে আর্টিকেল লেখার নিয়ম
অস্থায়ী জ্বালা অনুভূতি হওয়া (Burning Sensation): আবার অনেকের ক্ষেত্রে সাময়িকের জন্য ক্ষত বা আক্রান্তস্থানে অস্থায়ী জ্বালা অনুভূতি হতে পারে। তবে এতে খুব বেশি ঘাবড়ানোর কারণ নেই। তাই ডাক্তারের সাথে পরামর্শ করাটা অত্যন্ত জরুরী।
তবে সর্বোপরি এই ক্রিমটি একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। তাহলেই দেখবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আশা করছি এই ক্রিম ব্যবহার করার আগে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে ব্যবহার করবেন। এবার চলুন, ফানজিডাল এইচ সি ক্রিম এর দাম কত তা জেনে নেওয়া যাক।
ফানজিডাল এইচ সি ক্রিম এর দাম কত
এই ক্রিম মূলত বিভিন্ন এলার্জিজনিত সমস্যা বা চুলকানির জন্য কার্যকরী ক্রিম হিসেবে পরিচিত। যেটা হয়তো আমরা অনেকেই ব্যবহার করে থাকি। ফানজিডাল এইচ সি ক্রিম প্রতি ১৫ গ্রাম টিউবের দাম হচ্ছে ৫৫ টাকা। তবে অনলাইন মার্কেটপ্লেস অথবা বিভিন্ন এলাকাভিত্তিক দাম কম বেশি হতে পারে।
আপনি আপনার নিকটস্থ যেকোনো ফার্মেসি অথবা অনলাইন থেকে এই ক্রিমটি ক্রয় করতে পারবেন। তবে মনে রাখবেন এই ক্রিমটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য। আশা করছি, ফানজিডাল এইচ সি ক্রিম এর দাম জানতে পেরেছেন। এবার চলুন, ফানজিডাল এইচ সি ক্রিম কতদিন ব্যবহার করতে হবে তা জেনে নেওয়া যাক।
ফানজিডাল এইচ সি ক্রিম কতদিন ব্যবহার করতে হয়
এ প্রশ্নের উত্তর হচ্ছে এই ক্রিমটি আপনাকে সর্বনিম্ন ২-৫ দিন ব্যবহার করতে পারেন। তবে এর মধ্যে যদি আপনার আক্রান্ত স্থানের কোন উন্নতি বা নিরাময় না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তার দেওয়া একটি নির্দিষ্ট সময় অনুযায়ী এই ক্রিম ব্যবহার করুন। তবে অতিমাত্রায় এই ক্রিম ডাক্তারের পরামর্শ ব্যতিত ব্যবহার করবেন না।
কেননা অতিমাত্রায় ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব কম লক্ষণীয় হলেও আমাদের শরীরের জন্য খুব জটিল একটি বিষয়। তাই এই ক্রিম আপনি কতদিন ব্যবহার করবেন সেটি ডাক্তারের কাছ থেকে ভালোভাবে পরামর্শ নিন।
fungidal hc cream সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)
প্রশ্ন: fungidal hc cream এর দাম কত?
উত্তর: fungidal hc cream এর দাম মাত্র ৫৫ টাকা (১৫ গ্রাম টিউব)।
প্রশ্ন: fungidal hc cream এর জেনেরিক নাম কি?
উত্তর: হাইড্রোকর্টিসোন (hydrocortisone) ও মাইকোনাজল নাইট্রেট (Miconazole nitrate)।
প্রশ্ন: fungidal hc cream এর থেরাপিউটিক ক্লাস কি?
উত্তর: হাইড্রোকোর্টিসোন এবং সংমিশ্রণ প্রস্তুতি
প্রশ্ন: fungidal hc cream গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে?
উত্তর: গর্ভকালীন সময়ে ফানজিডাল এইচ সি ক্রিম ব্যবহারে নিরাপত্তামূলক তথ্য এখন অবদি পাওয়া যায়নি। তাই গর্ভকালীন সময়ে যদি সম্ভব হয় তাহলে এই ক্রিম ব্যবহার থেকে এড়িয়ে চলতে হবে।
আরো পড়ুন : ঘরে বসে কিভাবে আয় করা যায়
লেখকের শেষ মন্তব্যঃ fungidal hc cream এর উপকারিতা
fungidal hc cream সম্পর্কিত আজকের এই বিষয়টি ভালো লেগে থাকলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এতে তারাও fungidal hc cream ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে উপকার হতে পারবেন। প্রিয় পাঠক, বিভিন্ন ওষুধ বা ক্রিম সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url