ফানজিডাল ক্রিম এর কাজ কি - ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয়
প্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পোষ্টে আমরা অনেক গুরুত্বপূর্ণ ও জরুরী ক্রিম সম্পর্কে আলোচনা করব সেটি হল ফানজিডাল ক্রিম। আপনি কি প্রতিনিয়ত এলার্জি কিংবা চুলকানি সমস্যায় ভুগছেন? তাহলে আমাদের আজকের আর্টিকেলটি শুধু আপনার জন্য। কারণ শরীরের চুলকানির সমস্যা থেকে পরিত্রান দিতে পারে ফানজিডাল ক্রিম।
এখন অধিকাংশ মানুষ এই ক্রিম সম্পর্কে বিভিন্ন যাবতীয় তথ্য গুগলের কাছে জানতে চায়। প্রিয় বন্ধুরা, আপনি যদি এলার্জি কিংবা চুলকানিজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ফানজিডাল ক্রিম ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করার আগে এই ক্রিম সম্পর্কে বিভিন্ন জরুরি বিষয়ে জেনে নেওয়াটা জরুরি।
আরো পড়ুন : ইনস্পার্ম ট্য়াবলেট এর কাজ কি
ভূমিকা - fungidal cream bangla
বর্তমানে ফানজিডাল ক্রিমটি চুলকানির জন্য একটি বহুল ব্যবহৃত ক্রিম। আমরা হয়তো অনেকেই দৈনন্দিন জীবনে এই ক্রিম ব্যবহার করে থাকি। তবে আজকে এই ক্রিম নিয়ে আলোচনা শুরু করার আগে আমাদেরকে একটি বিষয়ে সচেতন থাকতে হবে।
সেটা হচ্ছে শুধু এই ক্রিম এর ক্ষেত্রে নয় যেকোনো ধরণের ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। কেননা অতিমাত্রায় বা নিয়ম অনুযায়ী ব্যবহার না করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ফানজিডাল ক্রিম মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম মাইকোনাজোল নাইট্রেট (Miconazole nitrate)। আপনারা অনেকেই এই ফানজিডাল ক্রিম সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন।
তাই আজকের পোষ্টের মাধ্যমে আমরা এই ক্রিম সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যা জেনে আপনারা উপকৃত হতে পারবেন। তাহলে আসুন, অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল আলোচনা জেনে নেওয়া যাক। আমরা প্রথমেফানজিডাল ক্রিম এর কাজ কি সেই সম্পর্কে জেনে নিব।
ফানজিডাল ক্রিম এর কাজ কি
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা ফানজিডাল ক্রিম এর কাজ কি সেই সম্পর্কে অবগত নন। মূলত ফানজিডাল ক্রিম এর কাজ হচ্ছে ফাংগাল ইনফেকশন এবং এলার্জিজনিত সমস্যা দূর করতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে যেমন-
- দাদের চুলকানি
- রানের চুলকানি
- কানের বাহিরে চুলকানি
- উরুর মাঝখানের চুলকানি
- নাকের কিনিতে চুলকানি ইত্যাদি।
সাধারণত উপরোক্ত সংক্রমণের ক্ষেত্রে এই ফানজিলাল ক্রিম ব্যবহার করা হয়। আশা করছি ফানজিডাল ক্রিম এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন ফানজিডাল এইচ সি ক্রিমের কাজ কি তা জেনে নেওয়া যাক।
আরো পড়ুন : Androcap খাওয়ার নিয়ম এবং এর কাজ জানুন
ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয়
ফানজিডাল ক্রিম ব্যবহারের নিয়ম জেনে নেওয়ার পূর্বে আমাদের ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয় সেই সম্পর্কে জেনে নিতে হবে। এই ফানজিডাল ক্রিম ব্যবহারের মূল কারণ হচ্ছে আমাদের দেহের বিভিন্ন জায়গার এলার্জি বা চুলকানিজনিত রোগ থেকে রেহায় বা মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয়।
শরীরের যেকোন স্থানে চুলকানি দেখা দিলে আপনি এই ক্রিম ব্যবহার করতে পারবেন। দেহের বিভিন্ন জটিল চুলকানির ফলে যদি আপনি চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে, সেই চিকিৎসক আপনাকে ফানজিডাল জাতীয় ক্রিম ব্যবহারের পরামর্শ দেবেন। আশা করছি ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয় তা জানতে পেরেছেন। এবার ফানজিডাল ক্রিম এর উপকারিতা কি সেই সম্পর্কে নিজের অংশ নিতে জেনে নিব।
ফানজিডাল ক্রিম এর উপকারিতা
ফানজিডাল ক্রিম মূলত বিভিন্ন উপকারী দিক নিয়ে তৈরি করা হয়েছে। ফানজিডাল ক্রিমের প্রধান উপকারিতা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন জটিল চর্মরোগ থেকে আরোগ্য লাভ পাওয়া। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যাদের দেহে জটিল এলার্জির প্রতিক্রিয়া বা চর্মরোগ আছে, তাদের ক্ষেত্রে এই ক্রিম বেশ উপকারে আসে এবং এ ধরণের সমস্যা থেকে মুক্তি মেলে।
আবার ফানজিডাল ক্রিম ব্যবহারের ফলে পুরুষের গোপনাঙ্গে এবং দেহের নানান জায়গার জটিল চুলকানি থেকে রেহায় পাওয়া যায়। এছাড়াও শরীরের ছত্রাক জনিত সমস্যা নিরাময়ের ক্ষেত্রে ফানজিডাল ক্রিম বেশ উপকারী ভূমিকা পালন করে থাকে। আশা করছি এই ক্রিমের উপকারিতা জানতে পেরেছেন। এবার চলুন ফানজিডাল ক্রিম ব্যবহারের নিয়ম জেনে নেই।
ফানজিডাল ক্রিম ব্যবহারের নিয়ম
আপনি যদি এই ক্রিম ব্যবহারে কার্যকরি উপকার পেতে চান তাহলে অবশ্যই ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। আপনি Fangidal ক্রিম বলেন অথবা Fangidal hc বলেন না কেন এই দুইটি ক্রিমের ব্যবহারের মধ্যে কোন পার্থক্য নেই বললেই চলে।
এই ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে আপনার ক্ষত বা আক্রান্ত স্থানে ক্রিমটিকে দিনে অন্তত ২ থেকে ৩ বার ব্যবহার করতে হবে। তবে এই ক্রিমটি সাথে অন্যান্য মেডিসিন মুখে ব্যবহার করতে পারেন। এতে আপনার যে এলার্জজনিত চুলকানি রয়েছে তা আরো দ্রুত সেরে ঊঠতে সাহায্য করবে।
আশা করছি ফানজিডাল ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম জানতে পেরেছেন। তবে এই ক্রিম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করলে বা সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার না করলে আমাদের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাহলে এবার চলুন, এই ক্রিমের ব্যবহারে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা জেনে নেওয়া যাক।
ফানজিডাল ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া
আপনি যদি fangidal cream নিয়ম অনুযায়ী ব্যবহার না করেন অথবা অতিমাত্রায় ব্যবহার করেন, তাহলে আপনার শরীরে বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতকর প্রভাব দেখা দিতে পারে। কারন প্রতিটা ক্রিম বা ওষুধেরই অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তবে এখানে আমরা আপনাদের জানাবো ফানজিডাল ক্রিমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এই ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো নিম্নে উল্লেখ করা হলো:
এই ক্রিমের ক্ষতিকর দিক হচ্ছে ত্বক কিছুটা লাল লাল ভাব দেয় যা পরবর্তীতে আমাদের শরীরে চুলকানির কারণ হতে পারে। আবার কিছু কিছু সময় দেহে জ্বালাপোড়া হতে পারে। যা এক ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া বলা চলে। তাই ক্রিমটি ব্যবহারের আগে ডাক্তারের নিকট হতে ভালো ভাবে পরামর্শ গ্রহণ করুন।
তিনিই ভালো মতো বলতে পারবেন যে আপনার দেহে কতটুক পরিমান এবং কতক্ষণ ব্যবহার করতে হবে।অনেক সময় অনেকের ক্ষেত্রে সাময়িকের জন্য আক্রান্তস্থানে অস্থায়ী জ্বালার অনুভূতি হতে পারে। তবে এতে ঘাবড়ানোর খুব একটা কারণ নেই।
তবে সর্বোপরি এই ক্রিমটি নির্দিষ্ট সময়ে অনুযায়ী একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। তাহলেই ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়ে যাবেন। আশা করছি এই ক্রিম ব্যবহারের আগে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে বুঝে ব্যবহার করবেন। এবার চলুন, ফানজিডাল ক্রিম এর দাম কত তা জেনে নেওয়া যাক।
ফানজিডাল ক্রিম এর দাম
Fangidal cream দাদের চুলকানি, রানের চুলকানি, উরুর মাঝখানের চুলকানি ইত্যাদি এর জন্য কার্যকরী ক্রিম হিসেবে পরিচিত। যেটা হয়তো আমরা অনেকেই ব্যবহার করে থাকি। এটি সাধারনত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc) কোম্পানি বাজারজাত করে থাকে।
যার জেনেটিক বা গ্রুপ নাম হল মাইকোনাজোল নাইট্রেট (Miconazole nitrate)। প্রতি ১৫ গ্রাম ফানজিডাল ক্রিম ১৫ গ্রামেরর দাম হল মাত্র ৫০ টাকা। তবে জায়গাভেদে এই ক্রিমের দাম অনেক সময় কম-বেশি হয়ে থাকে।
আপনি যেকোনো সুপারশপ বা ফার্মেসি অথবা অনলাইন থেকে এই ক্রিমটি ক্রয় করতে পারবেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। আশা করছি, ফানজিডাল ক্রিম এর দাম জানতে পেরেছেন। এবার চলুন, ফানজিডাল ক্রিম কতদিন ব্যবহার করতে হবে তা জেনে নেই।
আরো পড়ুন : অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায়
ফানজিডাল ক্রিম কতদিন ব্যবহার করতে হবে
আপনারা অনেকেই এই ফানজিডাল ক্রিম ব্যবহার করেন কিন্তু এই ক্রিম কতদিন ব্যবহার করতে হবে এই বিষয়ে সঠিক তথ্য জানেন না। এছাড়াও আপনারা অনেকেই বিভিন্ন প্লাটফর্ম এ গিয়ে এই বিষয়ে সন্ধান করে থাকেন। মূলত এই ক্রিমটি অন্তত ২ থেকে ৪ দিন অথবা ১ সপ্তাহ ব্যবহার কয়া যায়।
তবে মনে রাখবেন এই ক্রিমটি অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব সামান্য লক্ষণীয় হলেও আমাদের দেহের জন্য খুব অস্বস্তিকর একটি বিষয় হতে পারে।
তাই এই ফানজিডাল ক্রিমটি আসলে কতদিন ব্যবহার করতে হবে সেটা একমাত্র ডাক্তার আপনার আক্রান্ত স্থানের অবস্থা অনুযায়ী ভালো পরামর্শ দিতে পারবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন, ফানজিডাল ক্রিম ব্যবহারে সর্তকতাগুলো জেনে নেই।
ফানজিডাল ক্রিম ব্যবহারে সর্তকতা
এই ক্রিমের ব্যবহারের বিশেষ সর্তকতা হল মুখের অনেক জায়গা জুড়ে ব্যবহার করা উচিত হবে না। নবজাতক শিশুদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে এই ক্রিম দ্বারা চিকিৎসা কখনই করা যাবে না।
ফানজিডাল ক্রিম সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)
প্রশ্ন: ফানজিডাল ক্রিম এর জেনেরিক নাম কি?
উত্তর: এর জেনেটিক নাম হচ্ছে মাইকোনাজোল নাইট্রেট।
প্রশ্ন: ফানজিডাল ক্রিম এর থেরাপিউটিক ক্লাস কি?
উত্তর: আউরাল অ্যান্টি-ফাঙ্গাল প্রস্তুতি
প্রশ্ন: ফানজিডাল ক্রিম গর্ভাবস্থায় ব্যবহার করা কি উচিত হবে?
উত্তর: গর্ভকালীন সময়ে এই ফানডিজাল ক্রিম ব্যবহারে নিরাপত্তামূলক তথ্য এখন অবদি পাওয়া যায়নি। সুতরাং গর্ভকালীন সময়ে সম্ভব হলে এটি ব্যবহার করা থেকে এড়িয়ে চলতে হবে।
লেখকের শেষকথা মন্তব্যঃ ফানজিডাল ক্রিম এর কাজ কি
প্রতিটা ওষুধ বা ক্রিমের উপকারিতার পাশাপাশি সামান্য পরিমাণ হলেও অপকারিতাও থাকে। তাই যেকোন ধরণের ওষুধ বা ক্রিম ব্যবহারের আগে প্রথমে আপনাকে একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে তার দেওয়া পরামর্শ অনুসরণ করতে হবে। তাহলেই ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়ে যাবেন।
আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে ফানজিডাল ক্রিম এর কাজ কি, এই ক্রিম কেন ব্যবহার করে করা হয় ও ব্যবহারের নিয়মসহ বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে ফানজিডাল ক্রিম সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই ক্রিম সম্পর্কে কোন ধরণের প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
ফানজিডাল ক্রিম সম্পর্কিত আজকের এই বিষয়টি ভালো লেগে থাকলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এতে তারাও এই ফানজিডাল ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে উপকার হতে পারবেন। প্রিয় পাঠক, বিভিন্ন ওষুধ বা ক্রিম সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url