*/

দাউদের সবচেয়ে ভালো মলম

দাউদের সবচেয়ে ভালো মলম বা দাউদের সবচেয়ে ভালো ঔষধ কি তা নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন। আপনি জানতে চেয়েছেন দাউদের সবচেয়ে ভালো মলম কি? বাজারে বিভিন্ন ধরনের ওষুধের মধ্যে সবথেকে বাছাইকৃত ভালো এবং শতভাগ কার্যকারি করে ওষুধ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন।
দাউদের সবচেয়ে ভালো মলম
পাঠক বন্ধু দাউদের সবচেয়ে ভালো মলম অথবা দাউদের সবচেয়ে ভালো ঔষধের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিন্নতা। বিব্রতকর দাউদের চুলকানি থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই, কিন্তু আসলে দাউদ এমন একটা অসুখ জন সম্মুখে চুলকানি দূর করা যায় না। আর তাই আমাদের জানতে হবে দাউদের সবচেয়ে ভালো মলম কোনটা।


আপনার যদি দাউদ হয়ে থাকে তাহলে আজকের পোস্টটি আপনার শতভাগ কাজে আসবে ইনশাআল্লাহ। দাউদ এক ধরনের খুবই স্পর্শকাতর বা ছোঁয়াচে রোগ। আপনার যদি হয়ে থাকে নিজেও সতর্ক থাকবেন অন্যকেও সতর্ক থাকতে বলবেন।

দাউদের জন্য সেরা বাছাইকৃত মলম

দাউদের সবচেয়ে ভালো মলম গুলোর মধ্যে রয়েছে, অক্সিফন লোশন, ফাঙ্গি ট্য়াক ক্রিম, লুলিজল ক্রিম, ফানজিডাল ক্রিম। আপনারা ডিসপেন্সারিতে এই সমস্ত ঔষধ গুলো বা মলম গুলো পেয়ে যাবেন। এগুলা ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ মলম রয়েছে যা শতভাগ কার্যকরী। আসুন তাহলে জেনে নেওয়া যাক। কিন্তু তার পূর্বে দাউদ কেন হয় এবং দাউদের লক্ষণগুলো সংক্ষেপে আপনাকে বোঝানোর চেষ্টা করছি।

দাউদ কেন হয় 

ছত্রাকের সংক্রমণ: দাউদ মূলত ছত্রাকের কারণে হয়। Trichophyton, Microsporum এবং Epidermophyton প্রজাতির ছত্রাক সাধারণত দাউদ সৃষ্টি করে। এই ছত্রাকগুলো ত্বক, চুল, এবং নখে আক্রমণ করতে পারে এবং স্যাঁতসেঁতে বা ঘামাচ্ছন্ন পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়।

পরিচ্ছন্নতার অভাব: ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব দাউদের একটি গুরুত্বপূর্ণ কারণ। নিয়মিত হাত, পা এবং শরীরের অন্যান্য অংশ পরিষ্কার না রাখলে ছত্রাক ত্বকে জমে যায় এবং সংক্রমণ ঘটায়।

আর্দ্র পরিবেশ: যেসব স্থান আর্দ্র এবং উষ্ণ থাকে, সেগুলো ছত্রাকের বৃদ্ধির জন্য উপযোগী পরিবেশ। বিশেষ করে যেসব ব্যক্তি অতিরিক্ত ঘামেন বা বেশি সময় আর্দ্র অবস্থায় থাকেন, তাদের দাউদের ঝুঁকি বেশি।


সংস্পর্শ: দাউদ অত্যন্ত সংক্রামক। আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসলে, অথবা তাদের ব্যবহৃত পোশাক, তোয়ালে, বিছানার চাদর ব্যবহার করলে দাউদ সংক্রমিত হতে পারে। এমনকি আক্রান্ত প্রাণীর সংস্পর্শেও এই সংক্রমণ হতে পারে।

দুর্বল প্রতিরোধ ক্ষমতা: যাদের ইমিউন সিস্টেম দুর্বল, যেমন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, শিশু, বয়স্ক মানুষ, এবং যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মধ্যে দাউদের ঝুঁকি বেশি।

দাউদের লক্ষণ

  • চুলকানি হওয়া: সংক্রমণের এলাকায় তীব্র চুলকানি অনুভূত হয়।
  • লালচে গোলাকার দাগ: সংক্রমিত স্থান লালচে বৃত্তাকার আকারের হয়, যা মাঝে পরিষ্কার থাকে এবং চারপাশে উঁচু হয়ে থাকে।
  • ত্বকের চামড়া বা খোসা ওঠা: আক্রান্ত স্থান থেকে ত্বকের খোসা উঠতে পারে।
  • দাগের আকার বাড়া: সময়ের সাথে সাথে দাগের আকার বাড়তে থাকে।         
নিচে দাউদের সবচেয়ে ভালো মলম গুলো তুলে ধরা হলো আশা করছি আপনার দাঊদ ছাড়াতে যথেষ্ট সাহায্য করবে ইনশাআল্লাহ।

দাউদের সবচেয়ে ভালো মলম

দাউদ একটি ছত্রাক জনিত সংক্রমণ, যা ত্বকে গোলাকার দাগ এবং চুলকানি সৃষ্টি করে। এই দাউদ দূর করার জন্য বাজারে বিশেষ এন্টিফাঙ্গাল ক্রিম রয়েছে যা খুবই কার্যকর। উপরে কিছু মলম বা ক্রিম তুলে ধরেছি, সেগুলো ব্যতীত আরো একটু ভিন্ন ধরনের এবং ভালো ক্রিমগুলো নিচে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আপনার কাজে আসবে।

ফানজিডাল এইচসি ক্রিম : যেকোনো ধরনের চুলকানি অথবা দাউদের জন্য এই ক্রিমটি সবথেকে বেশি কার্যকরী আমি মনে করি। আর তাই বলা যায় দাউদের সবচেয়ে ভালো মলম ফানজিডাল এইচসি ক্রিম। তবে আপনারা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিবেন।

পেভিসন ক্রিম : প্রাথমিক যেকোনো ধরনের চুলকানি অথবা দাউদের বিরক্তিকর অসহ্যকর চুলকানি থেকে মুক্তি দিতে পারে এই পেভিসন ক্রিম। দাউদের সবচেয়ে ভালো ওষুধ বা দাউদের সবচেয়ে ভালো মলম একে বলা যেতে পারে। কেননা ছত্রাকের পুরো কোষ কে নষ্ট করে দিতে পারে এই ক্রিম।

ফাঙ্গিসন ক্রিম : এই ক্রিমটি দাউদের এবং সাধারণ চুলকানির জন্য ব্যবহার করা হয়ে থাকে, তবে বিভিন্ন কোম্পানির যে কোন মলম কেনার থেকে এই মলমটি আপনার দাউদের জন্য কার্যকর হতে পারে। দাউদের বা দাউদ প্রতিরোধে এই মলমটি বেশ কার্যকর।

ক্লোট্রিমাজল ক্রিম : দাউদ একটি ছত্রাক জনিত সমস্যা বা অসুখ, আর এই ছত্রাকের সংক্রমণ রোধে এই মলমটি বা ক্রিমটি খুবই কার্যকর যা দাউদ নিরাময়ে সাহায্য করে। তাই বলতে পারেন দাউদের সবচেয়ে ভালো মলম বা দাউদের সবচেয়ে ভালো ঔষধ এই ক্রিমটি। এটি ফাঙ্গাসের কোষের মেমব্রেন ধ্বংস করে এবং সংক্রমণ কমায়।


মাইকোনাজল ক্রিম : দাউদের সবচেয়ে ভালো মলম এর মধ্যে এই মলমটি অন্যতম। কারণ এই মাইকোনাজল ফাঙ্গাস এর বিরুদ্ধে কার্যকর এবং এটি ত্বকের সংক্রমণ দূর করতে যথেষ্ট সহায়ক।

কিটোনাজল ক্রিম : দাউদের সবচেয়ে ভালো মলম গুলোর মধ্যে কিটোনাজল ক্রিম অন্যতম। তীব্র ফাঙ্গাস দূর করতে এই কিটোনাজল ক্রিম যথেষ্ট কার্যকরী। এটি বিশেষত ত্বকের ফাঙ্গাস সংক্রমণ রোধের জন্য খুব সাহায্য করে থাকে। কিটোনাজল ক্রিম এবং শ্যাম্পু এবং খাওয়ার ট্যাবলেট হিসেবেও পাওয়া যায়।

টারবিনাফিন ক্রিম : শক্তিশালী মলম গুলোর মধ্যে দাউদ বা ছত্রাক জনিত বিশেষ এন্টিফাঙ্গাল ক্রিম হিসেবে এই টারবিনাফিন ক্রিম ব্যবহৃত হয়ে থাকে। দাউদের আকার যদি বেশি থাকে তাহলে অবশ্যই আপনি এই ক্রিমটি সংগ্রহ করে আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারেন। এটি ক্রিম এবং ট্যাবলেট দুইভাবেই পাওয়া যায়। আপনি ক্রিমটি নিবেন।

ইকোনাজল ক্রিম : দাউদের সবচেয়ে ভালো মলম গুলোর মধ্যে ইকোোনাজল ক্রিম বিশেষ দাউদ প্রতিষেধক হিসেবে বিবেচনা করা হয়। ইকোনাজল ক্রিম দাউদ সহ ত্বকের বিভিন্ন সংক্রমণ দ্রুত দূর করতে সাহায্য করে।

ব্যবহারবিধি : উক্ত ক্রিমগুলো দিনে দুই থেকে তিন বার বিশেষ করে রাতে শোবার পূর্বে আক্রান্ত স্থানে ভালোভাবে লাগিয়ে তারপরে শুয়ে পড়বেন। তবে পুরোপুরি সুস্থ বা দাউদ সেরে না যাওয়া পর্যন্ত মলম লাগাতে থাকবেন।

পাঠক বন্ধু এতক্ষণ দাউদের সবচেয়ে ভালো মলম গুলো নিয়ে আলোচনা করলাম এবার আপনাদের দাউদের সবচেয়ে ভালো ওষুধ মুখে খাওয়ার ব্যাপারে আলোচনা করব। দাউদের জন্য মুখে খাওয়ারও কিছু ওষুধ রয়েছে যেগুলো খেলে মোটামুটি ফলাফল ভালোই পাওয়া যায় আসুন তাহলে সেগুলো জেনে নেওয়া যাক।

দাউদের জন্য মুখে খাওয়ার ওষুধ

দাউদের জন্য এতক্ষণ মলম নিয়ে আলোচনা করলাম কিন্তু দাউদের মুখে খাবার ওষুধও কিন্তু রয়েছে আমি খুব সংক্ষেপে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন, নিজে ওষুধ খাওয়া ক্ষতিকর হতে পারে।

ক্যাপসুল অমাষ্টিন ৫০mg : প্রতিদিন রাত্রে একটা করে খাবেন সাত থেকে ১৪ দিন পর্যন্ত।

ট্যাবলেট এলাট্রল : এই ট্যাবলেট টিও প্রতিদিন রাত্রে একটা করে খাবেন এটাও ৭ থেকে ১৪ দিন পর্যন্ত খেতে হবে।


এবং দ্রুত উপশম পেতে চাইলে অবশ্যই খাবার ওষুধের পাশাপাশি দাউদের ক্রিম বা মলমগুলো লাগানোর চেষ্টা করবেন এতে আপনি দ্রুত আরাম পাবেন।

চিকিৎসা না করালে কী কী সমস্যা হবে

যদি দাউদের সঠিকভাবে চিকিৎসা না করা হয়, তাহলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে এবং ত্বকের বড় অংশে সংক্রমণ ঘটতে পারে। এটি দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে এবং অন্যদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে শিশু এবং ইমিউন সিস্টেম দুর্বল ব্যক্তিদের মধ্যে দাউদের জটিলতা বেশি হতে পারে।

লেখক এর মন্তব্য

দাউদ একটি বিরক্তিকর বা অস্বস্তিকর অসুখ। দাউদ গোপনাঙ্গে বা তার আশেপাশে হলে খুব অসহ্যকর পরিস্থিতিতে পড়তে হয় আমাদের। আর তাই আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার দাউদের সবচেয়ে ভালো মলম গুলো। আশা করছি আপনাকে দাউদের সবচেয়ে ভালো মলম গুলো কি তা বুঝাতে পেরেছি পেরেছি।

আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আমাদের এই ওয়েবসাইটে পাবলিশ করে থাকি। আর তাই কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবেন। এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং এরকম আরো তথ্য পেতে চাইলে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url