*/

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম অথবা গোপনাঙ্গের চুলকানি দূর করার ওষুধের নাম নিয়ে থাকছে আজকের পুরো প্রতিবেদন। প্রিয় পাঠক বন্ধুরা আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম বা গোপনাঙ্গের চুলকানি দূর করার ওষুধের নাম কি তা নিয়ে। কিন্তু এর পূর্বে আমাদের জানতে হবে যে পুরুষাঙ্গে বা গোপনাঙ্গে চুলকানি কেন হয় আসুন তাহলে জেনে নেওয়া যাক।
পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম

পুরুষাঙ্গে চুলকানি কেন হয়

পুরুষাঙ্গে চুলকানি বিভিন্ন কারণে হতে পারে, তবে এই সমস্যা সাধারণত ত্বকের অস্বস্তি, প্রদাহ বা সংক্রমণের কারণে হয়ে থাকে। নিচে কিছু বিশেষ কারণ তুলে ধরার চেষ্টা করলাম।


ছত্রাক জনিত কারণ : পুরুষাঙ্গে ছত্রাক সংক্রমণ বিশেষ করে ক্যানডিডা একটি সাধারণ কারণ হয়ে থাকে। এবং এটি চুলকানি, লাল লাল ভাব, এবং সাদা ক্রিমি স্রাবের সৃষ্টি করতে পারে। ছত্রাক আর্দ্র পরিবেশে দ্রুত বেড়ে ওঠে, তাই গরম ও আর্দ্র পরিবেশে এই ধরনের সমস্যা বেশি দেখা দেয়।

ব্যাকটেরিয়ার সংক্রমণ : ব্যাকটেরিয়াল সংক্রমণও পুরুষাঙ্গের চুলকানির একটি প্রধান কারণ হতে পারে।

এলার্জিজনিত সমস্যা : অনেক মানুষ সুগন্ধযুক্ত সাবান বা যৌন সামগ্রী ব্যবহার করে থাকে। এই কারণেও কিন্তু পুরুষাঙ্গে চুলকানি হতে পারে।

ত্বকের সমস্যা : ত্বকের অনেক রকম রোগ থাকে যেমন অ্যাকজিমা সরিয়াসিস ইত্যাদি ধরনের অসুখ পুরুষাঙ্গের ত্বকে চুলকানি সৃষ্টি করতে পারে। এ ধরনের রোগে পুরুষাঙ্গ শুষ্ক লাল ভাব এবং খসখসে হয়ে চুলকানি সৃষ্টি হয়।

হরমোনাল পরিবর্তন : পুরুষ মানুষের হরমোনাল পরিবর্তনের কারণে অতিরিক্ত টেস্টোস্টেরন উৎপাদনের কারণে ত্বকে অস্বস্তি বা চুলকানির সৃষ্টি হয়ে থাকে। তাছাড়া গরম এবং আর্দ্রতার জনিত কারণেও চুলকানি হয়।

স্বাভাবিকভাবে জীবন যাপন না করা : নিয়মিত গোপনাঙ্গ পরিষ্কার না করা, এবং পুরুষাঙ্গের আশেপাশে অতিরিক্ত তেল ময়লা ঘাম ইত্যাদি জমে যাওয়ার কারণেও কিন্তু চুলকানি সৃষ্টি হতে পারে।

অতিরিক্ত মানসিক চাপ : কিছু গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মানসিক চাপ থাকলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে যা বিভিন্ন ধরনের সংক্রমণ এবং ত্বকের অস্বস্তের সৃষ্টি করে থাকে। এবার আসুন তাহলে জেনে নেওয়া যাক, পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম বা গোপনাঙ্গের চুলকানি দূর করার ওষুধের নাম কি। 

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম 

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর মধ্যে রয়েছে ফাঙ্গি ডার্ম ক্রিম। এই ক্রিম সাধারণত পুরুষাঙ্গের ত্বকের উপর ছত্রাক জনিত সংক্রমনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া রানের চিপায় চুলকানির ক্ষেত্রেও এই ক্রিম ব্যবহার করা যেতে পারে। এবং এই ক্রিম এর বিশেষত্ব হচ্ছে, ক্রিমটি বেশিরভাগ ডাক্তারই পরামর্শ দেন সেবন করার জন্য। পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর মধ্যে সেরা হতে পারে এটি।

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম ২ 

বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কারণে পুরুষাঙ্গে চুলকানি হয়ে থাকে। আর এই চুলকানি গুলো সাধারণত রানের চিপায়, পায়ের কুঁচকিতে যৌনাঙ্গে অথবা পুরুষাঙ্গে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি ফানজিডাল এইচসি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন।পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর মদ্ধে সেরা একটি ক্রিম।

গোপনাঙ্গের চুলকানি দূর করার ওষুধের নাম : আমি নিচে কিছু পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর নাম এবং ব্যবহার করার নিয়ম তুলে ধরলাম।

  • অ্যান্টিফাঙ্গাল ক্রিম
  • অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম
  • স্টেরয়েড ক্রিম
  • অ্যান্টি-ইচ ক্রিম
  • প্রাকৃতিক ভাবে তৈরি কিছু উপাদান

অ্যান্টিফাঙ্গাল ক্রিম

পুরুষাঙ্গে চুলকানির একটি সাধারণ কারণ হলো ছত্রাক বা ফাঙ্গাল সংক্রমণ, যা সাধারণত ক্যান্ডিডা নামক ছত্রাকের কারণে হয়। ফাঙ্গাল সংক্রমণজনিত চুলকানির জন্য অ্যান্টিফাঙ্গাল ক্রিম কার্যকর। সাধারণ অ্যান্টিফাঙ্গাল ক্রিমগুলোর মধ্যে রয়েছে ক্লোট্রিমাজল (Clotrimazole), মাইকোনাজল (Miconazole), এবং কেটোকোনাজল (Ketoconazole)। যা একটি বিশেষ পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম।


ক্লোট্রিমাজল এবং মাইকোনাজল ছত্রাকের কোষের প্রাচীর নষ্ট করে সংক্রমণ দূর করতে সাহায্য করে। সাধারণত দিনে দুবার আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয় এবং কয়েক দিনের মধ্যে চুলকানি কমে যায়। তবে, সংক্রমণ পুরোপুরি দূর করার জন্য চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ১-২ সপ্তাহ ব্যবহার করা উচিত।

 অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম

চুলকানির আরেকটি কারণ হতে পারে ব্যাকটেরিয়াল সংক্রমণ। ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম ব্যবহার করা হয়। ফুসিডিক অ্যাসিড (Fucidic Acid) এবং মিউপিরোসিন (Mupirocin) এ ধরনের সংক্রমণের জন্য উপকারী। এগুলো ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। 

এটি পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর মধ্য়ে একটি সেরা ক্রিম। সংক্রমণ উপশমে দিনে দুই থেকে তিনবার প্রয়োগ করা যেতে পারে, তবে এটি অবশ্যই ডাক্তার দেখিয়ে ব্যবহারের পরামর্শ নেওয়া ভালো।

স্টেরয়েড ক্রিম

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর মধ্য়ে এটি চুলকানি দূর করতে মাঝে মাঝে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহৃত হয়, যা ত্বকের প্রদাহ ও অস্বস্তি কমাতে কার্যকর। হাইড্রোকর্টিসন (Hydrocortisone) একটি সাধারণ স্টেরয়েড ক্রিম যা প্রদাহ কমাতে সাহায্য করে। তবে, স্টেরয়েড ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা উচিত।

অ্যান্টি-ইচ ক্রিম

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম গুলোর মধ্য়ে এটি প্রাথমিক। চুলকানির তীব্রতা কমাতে অ্যান্টি-ইচ ক্রিমও ব্যবহার করা যেতে পারে। এগুলো প্রাথমিক চুলকানি উপশমে কার্যকর। ক্যালামাইন লোশন (Calamine Lotion)প্রামোক্সিন (Pramoxine) যুক্ত ক্রিম চুলকানির জন্য স্বস্তিদায়ক হতে পারে। তবে পুরুষাঙ্গচুলকালে শুধু পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিমের ওপর নির্ভর হয়ে থাকলে হবে না আপনাকে ডাক্তার দেখাতে হবে।

প্রাকৃতিকভাবে তৈরি কিছু উপাদান

কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আপনি পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম প্রস্তুত করতে পারেন। প্রাকৃতিক উপাদান যেমন চা গাছের তেল (Tea Tree Oil), অ্যালোভেরা (Aloe Vera), এবং নারকেল তেল (Coconut Oil) চুলকানি দূর করতে সাহায্য করতে পারে। এদের মধ্যে চা গাছের তেল অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্ন। অ্যালোভেরা ত্বককে শান্ত করে এবং প্রদাহ কমায়। তবে, প্রাকৃতিক উপাদান ব্যবহার করার আগে নিশ্চিত হওয়া প্রয়োজন যে এর প্রতি কোনো অ্যালার্জি নেই।

চুলকানি প্রতিরোধের কিছু পরামর্শপরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা: দৈনিক গোসল করে শুকনো কাপড় পরা উচিত এবং সংক্রমণ রোধে সংক্রামক জায়গায় বিশেষ যত্ন নেওয়া জরুরি।

সুগন্ধযুক্ত সাবান ও রাসায়নিক এড়ানো: অনেকে সুগন্ধযুক্ত সাবান বা পাউডার ব্যবহার করেন যা ত্বকের প্রদাহ বা অ্যালার্জির সৃষ্টি করতে পারে।

সুতি কাপড় পরিধান: সুতি কাপড় ত্বককে শ্বাস নিতে দেয় এবং আর্দ্রতা শোষণ করে, যা সংক্রমণের ঝুঁকি কমায়।

স্বাস্থ্যকর জীবন যাপন : সুস্থ জীবন যাপনের মাধ্যমে শরীরের বিভিন্ন প্রতিরক্ষা এন্টিভেনাম গুলোকে আরও শক্তিশালী করে রাখা যায়। যেমন পর্যাপ্ত পানি পান করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং সবথেকে জরুরি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করা।

আর্দ্রতা কমানো : পুরুষাঙ্গের চারপাশে আর্দ্রতা কম রাখার চেষ্টা করুন। গরম এবং আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া বা ছত্রাক সহজে আক্রমণ করতে পারে। তাই চেষ্টা করবেন তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে রাখার এবং বিশেষ করে ঘাম থেকে জায়গাটা শুকনো রাখার।

লেখক এর মন্তব্য

প্রিয় পাঠক আশা করছি আপনি চুলকানি, অথবা গোপনাঙ্গের চুলকানি, অথবা পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে ও বুঝতে পেরেছেন। আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে তা প্রচারণা করে থাকি। আমাদের দ্বারা যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সূচক দৃষ্টিতে দেখবেন। এবং এরকম আরো পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েব সাইটটি ভিজিট করতে ভুলবেন না ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url