*/

আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম - অঞ্চলভিত্তিক বিশ্লেষণ ও ভ্রমণ তথ্য

আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম জানুন তালিকাসহ। অঞ্চলভিত্তিক বিভাজন, ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, এবং কেন এই তথ্য জানা প্রয়োজন জানাবো আজকের ব্লগে। ভ্রমণ অথবা সাধারণ জ্ঞান অর্জনের জন্য আজকের আর্টিকেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ পড়বেন।
আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম

আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম - জানুন বিস্তারিত ও ইতিহাসসহ তথ্য

বিশ্ব মানচিত্রে আমেরিকা মহাদেশ এমন এক বিস্তৃত ভূখণ্ড, যা উত্তর ও দক্ষিণ ভাগে বিভক্ত। এই মহাদেশ শুধু ভৌগোলিক ভাবেই নয়, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


অনেকেই জানতে চান আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম, কারণ এই তথ্য সাধারণ জ্ঞান থেকে শুরু করে ভ্রমণ পরিকল্পনা পর্যন্ত নানা জায়গায় কাজে লাগে। আসুন তবে জেনে নেয়া যাক।

আমেরিকা মহাদেশের পরিচয়

আমেরিকা মহাদেশ হলো পৃথিবীর অন্যতম বৃহৎ ও বৈচিত্র্যময় এক ভূখণ্ড, যা মূলত দুই ভাগে বিভক্ত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা।

এই দুই অংশের মাঝখানে রয়েছে মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, যেগুলো ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ হলেও নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য বহন করে।
আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম
এই মহাদেশ আবিষ্কারের পূর্বে এটি ছিল বিভিন্ন আদিবাসী জাতির আবাসস্থল। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাসের আগমনের মাধ্যমে ইউরোপের সঙ্গে আমেরিকার পরিচয় ঘটে। এর পর থেকেই শুরু হয় উপনিবেশ স্থাপন ও সাংস্কৃতিক পরিবর্তনের এক দীর্ঘ অধ্যায়।


বিশ্বের অন্যতম জনবহুল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী এই মহাদেশে রয়েছে প্রযুক্তি-নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্র, কৃষিভিত্তিক ব্রাজিল, পর্যটন নির্ভর ক্যারিবিয়ান দেশসহ আরও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র। বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত আমেরিকা মহাদেশ এক অর্থে বিশ্ব-সংস্কৃতির একটি বড় মিলনস্থল।

এখানে রয়েছে আল্পস থেকে শুরু করে আমাজন নদী, রকি পর্বত থেকে আন্দিজ সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক গুরুত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্যের দিক দিয়ে আমেরিকা মহাদেশ বিশ্ব মানচিত্রে এক অনন্য স্থান দখল করে আছে।

কতগুলো দেশ আছে আমেরিকা মহাদেশে

বর্তমানে আমেরিকা মহাদেশে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা প্রায় ৩৫টি। তবে এই সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে নির্ভর করে আপনি কোন উৎস দেখছেন। আসুন জেনে নিই আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম তালিকাভুক্ত আকারে।

উত্তর আমেরিকার দেশগুলো 

  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. মেক্সিকো
  • এছাড়াও, মধ্য আমেরিকার অংশ হিসেবে রয়েছে
4. গুয়েতেমালা
5. হন্ডুরাস
6. এল সালভাদর
7. নিকারাগুয়া
8. কোস্টা রিকা
9. পানামা
10. বেলিজ

এই অংশেও আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভৌগোলিক পাঠে ও ভ্রমণ পরিকল্পনায়।

দক্ষিণ আমেরিকার দেশগুলো

1. ব্রাজিল
2. আর্জেন্টিনা
3. কলম্বিয়া
4. পেরু
5. চিলি
6. ভেনেজুয়েলা
7. বলিভিয়া
8. ইকুয়েডর
9. প্যারাগুয়ে 
10. উরুগুয়ে
11. গায়ানা
12. সুরিনাম
13. ফ্রেঞ্চ গায়ানা (ফ্রান্সের অধীন, পূর্ণ স্বাধীন রাষ্ট্র নয়)

দক্ষিণ আমেরিকার এই তালিকায় আপনি যেখানেই যান না কেন, আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম জানা থাকলে ভ্রমণ ও গবেষণা দুইই সহজ হয়ে যাবে।

ক্যারিবিয়ান অঞ্চলের কিছু দেশ

  1. হাইতি
  2. ডোমিনিকান রিপাবলিক
  3. জ্যামাইকা
  4.  কিউবা
  5.  ত্রিনিদাদ ও টোবাগো
  6. বার্বাডোজ
  7. বাহামাস
  8. গ্রেনাডা
  9. সেন্ট লুসিয়া
  10. ডোমিনিকা 
  11. অ্যান্টিগুয়া ও বারবুডা
  12. সেন্ট কিটস ও নেভিস
  13. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস
এগুলোও আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম হিসেবে স্বীকৃত, যদিও অধিকাংশ মানুষ এগুলোকে ছোট দ্বীপ রাষ্ট্র হিসেবেই জানেন।

কেন জানবেন আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম

১. প্রশ্নোত্তর প্রতিযোগিতা বা চাকরির পরীক্ষায়- জিকে অংশে প্রায়ই প্রশ্ন আসে আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম কী কী?

২. ভ্রমণ বা বিদেশে পড়াশোনা- যদি আপনি আমেরিকার কোনো দেশে যেতে চান, তাহলে এই তথ্য আপনার ভিসা প্রস্তুতি বা গন্তব্য নির্বাচনে সাহায্য করবে।


৩. ভৌগোলিক ও সাংস্কৃতিক চেতনা- ভিন্ন ভিন্ন দেশ, ভাষা, সংস্কৃতি ও জলবায়ু সম্পর্কে জানার একটি ভিত্তি হচ্ছে আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম।

আর এই সার্বিক দিক চিন্তা করে আমি আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ইংরেজিতেও দিয়ে দিলাম, যাতে আপনাদের সুবিধা হয়।

উত্তর আমেরিকার দেশগুলো ইংরেজিতে

  • উত্তর আমেরিকা :
  1. Canada
  2. United States of America (USA)
  3. Mexico
  4. Guatemala
  5. Belize
  6. El Salvador
  7. Honduras
  8. Nicaragua
  9. Costa Rica
  10. Panama
  11. The Bahamas
  12. Cuba
  13. Jamaica
  14. Haiti
  15. Dominican Republic
  16. Saint Kitts and Nevis
  17. Antigua and Barbuda
  18. Dominica
  19. Saint Lucia
  20. Saint Vincent and the Grenadines
  21. Barbados
  22. Grenada
  23. Trinidad and Tobago

দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাম ইংরেজিতে

  • দক্ষিণ আমেরিকা
  1. Argentina
  2. Bolivia
  3. Brazil
  4. Chile
  5. Colombia
  6. Ecuador
  7. Guyana
  8. Paraguay
  9. Peru
  10. Suriname
  11. Uruguay
  12. Venezuela

লেখকের কথা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাদেশ সম্পর্কে ধারণা রাখতে হলে আপনাকে অবশ্যই আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। এই নামগুলো জানার মধ্য দিয়ে আপনি শুধু ভূগোলই শিখছেন না, বিশ্বকে বোঝার একটি দরজা খুলছেন নিজের জন্য।

এখন যদি আপনাকে কেও প্রশ্ন করেন, তুমি কি আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম জানো? তবে নিশ্চয়ই আপনি গর্ব করে বলতে পারবেন, হ্যাঁ আমি জানি, এবং প্রয়োজন হলে তালিকা করে বলতে পারি।

আর্টিকেল টি যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সূচক দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url